মোঃ ইসরাফিল হোসেন রাজশাহী:
টিম ডিবি বগুড়া‘র বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র-সস্ত্র ও মাদকদ্রব্য সহ আন্তঃ জেলা ডাকাত দলের ১৩ (তের) সদস্য গ্রেফতার।
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব স্নিগ্ধ আক্তার পিপিএম এর তত্তাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে বগুড়া ডিবির একটি চৌকস টিম নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইং-১৮/০৪/২০২৩ তারিখ ২৩.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন সেউজগাড়ি সবুজবাগ ধৃত আসামী শ্রী প্রসেনজিৎ ওরফে সঞ্জিত ওরফে সনজিত (৩১), পিতা-শ্রী গোপাল রায় এর ভাড়াকৃত অবঃ ইঞ্জিনিয়ার জনৈক মোঃ ইউসুফ (৭০) এর পশ্চিম দুয়ারী টিনসেড বাসার দক্ষিণ পূর্ব কর্ণারের কক্ষের মধ্যে হইতে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য
১। মোঃ অহেদুল ইসলাম পটল ওরফে ওয়াহেদুল ইসলাম ওরফে রাহিদুল ইসলাম (৩৩), ২। মোঃ বাবলা ফকির (৩৩), ৩। মোঃ সুজন (৩০), ৪। মোঃ জনি (৩৪), ৫। মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৭), ৬। শ্রী প্রসেনজিৎ ওরফে সঞ্জিত ওরফে সনজিত (৩১), ৭। মোঃ রনি হাসান (২০), ৮। মোঃ সজিব হোসেন (২৫), ৯। মোঃ মনোয়ার হোসেন হীরা (৩৪), ১০। মোঃ আজিম ২৮), ১১। মোঃ আকাশ আহম্মেদ বিপন (৩০), ১২। মোঃ ফারুক আহম্মেদ (৩৬), ১৩। মোঃ আলম শেখ (৩৫) গণকে ডাকাতির কাজে ব্যবহৃত ১। ০৩(তিন)টি স্টীলের অত্যাধুনিক বার্মিজ চাকু ২। ০১(এক) টি স্টীলের ছোরা, ৩। ০১(এক) টি কোপ দা, ৪। ০১(এক)টি হাতুড়ি ৫। ০১(এক) টি কালো রংয়ের স্কচটেপ, ৬। ৩০ ফুট লম্বা সাদা রংয়ের লাইলনের রশি,
৫। পাইপ সাদৃশ্য লোহার রড ০২(দুই) টি, ৬। কালো প্লাস্টিকের কভার যুক্ত রড সাদৃশ্য বৈদ্যুতিক তারের খন্ডাংশ ০৪(চার) টি, ৭। ০১(এক) কেজি শুকনো মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বগুড়া জেলাসহ বিভিন্ন থানা এলাকায় ডাকাতিসহ ছিনতাই কার্যক্রম চালিয়ে আসিতেছিল বলিয়া স্বীকার করে।
প্রকাশ থাকে যে, ধৃত ১নং আসামী মোঃ অহেদুল ইসলাম পটল ওরফে ওয়াহেদুল ইসলাম ওরফে রাহিদুল ইসলাম (৩৩) এর বিরুদ্ধে ইতিপূর্বে ১০ টি, ধৃত ২নং আসামী মোঃ বাবলা ফকির (৩৩) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৮ টি, ধৃত ৪নং আসামী মোঃ জনি (৩৪) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি, ধৃত ৫নং আসামী মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩৭) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি, ধৃত ৬নং আসামী শ্রী প্রসেনজিৎ ওরফে সঞ্জিত ওরফে সনজিত (৩১) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৪ টি, ধৃত ৮নং আসামী মোঃ সজিব হোসেন (২৫) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১ টি, এবং ধৃত ৯নং আসামী মোঃ মনোয়ার হোসেন হীরা (৩৪) এর বিরুদ্ধে ইতিপূর্বে ০১টি মামলা রহিয়াছে।
উল্লেখিত মামলাগুলোর মধ্যে মার্ডার মামলা, এসিড অপরাধ দমন আইন, বিস্ফোরক দ্রব্য আইন, অপহরন, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, চুরি, মাদক ও জুয়া আইনসহ বিভিন্ন আইনে মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে যোগাযোগ করুন-01320-126903