স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জে চেয়ারে বসে ফুচকা খাওয়া নিয়ে দ্বন্দ্বে ফাহাদ আলী (১৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শহরের বারোঘরিয়ার মহানন্দা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ইমন আলী (২০) নামের আরও এক যুবক আহত হন।
নিহত ফাহাদ আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদ পাড়া মহল্লার মহিদুল ইসলামের ছেলে। আহত ইমন একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চেয়ারে বসে ফুচকা খাওয়া নিয়ে ফাহাদ আলী ও কয়েকজন যুবকের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে একজন ফাহাদ আলীর বুকে চাকু ঢুকিয়ে দেন।
এতে গুরুতর আহত হন ফাহাদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ইমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।