আরিফুল ইসলাম, রাজশাহী:
চলো মিলি প্রাণের ক্যাম্পাসে স্বপ্ন রঙিন দিনগুলো যেখানে ভাসে এই শ্লোগানে মুখরিত নিউ গভ: ডিগ্রী কলেজ, রাজশাহী প্রাঙ্গণ।
২৪শে এপ্রিল, রোজ সোমবার নিউ গভ: ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে ১৯৬৬-২০২২ সালের এইচএসসি প্রাক্তনীদের মধ্যে ৪৬টি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে “ঈদ পুনর্মিলনী ২০২৩” অনুষ্ঠিত হল।
শুরুতেই সকাল ০৯ঃ৩০ মিনিট হতে প্রবেশ, অভ্যর্থনা, নিবন্ধন, সকালের নাস্তা, দুপুরের খাবার, লাকী কুপুনসহ আইডি কার্ড বিতরণ করা হয়। এরপর জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল।
তারপর অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ, হারিয়ে যাওয়া নিউ গভঃ ডিগ্রী কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং প্রাক্তনীদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন। এরপর স্বাগত বক্তব্য রাখেন “ঈদ পূনর্মিলনী- ২০২৩” এর প্রধান উদ্যোক্তা ১৯৯২ ব্যাচের ওসমান গনি বিমান।
ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের সভায় সভাপতিত্ব করেন রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ও ১৯৮৫ ব্যাচের শিক্ষার্থী প্রফেসর ড. মো. অলীউল আলম, প্রাক্তন শিক্ষার্থী ও ১৯৭০-৭১’র ছাত্র সংসদের জিএস বীর মুক্তিযোদ্ধা মো শরিফ, প্রাক্তন শিক্ষার্থী ও ১৯৭০-৭১’র ছাত্র সংসদের এজিএস রফিকুজ্জামান বেল্টু, সালভানা সাত্তার, মোহাম্মদ সাব্বির ইসলাম।
‘চলো মিলি প্রাণের ক্যাম্পাসে স্বপ্ন রঙিন দিনগুলো যেথায় ভাসে’ নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি প্রাক্তনদের এই শ্লোগানকে সামনে রেখে গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি প্রাক্তন ১৯৬৬-২০২২ সালের ৪৬ টি ব্যাচের ৫৭০ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেন এবং প্রতিটি ব্যাচের মধ্যে থেকে এক/দুই ও তিন জন করে স্মৃতি চারণ ও সংক্ষিপ্ত বক্তব্য দেন।
তারমধ্য নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং রাজশাহীর সূর্যাস্ত অনলাইন পত্রিকার সম্পাদক মো. আরিফুল ইসলাম।
অপেক্ষার পালা শেষ করে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান- গান, নাচ, কৌতুক, ব্যান্ড সঙ্গীত। বিশেষ আকর্ষণ ছিল রাফেল ড্র ও আতশবাজি।