মোঃ রেজাউল করিম,স্টাফ রিপোর্টার:
নাটোরের সিংড়ায় পুলিশ অভিযান চালিয়ে নারী শিশু মামলা নং ৫২৪/২০০৪,ধারা
নাঃ শিঃ দঃ আঃ ২০০০ এর ৯(১) এর যাবৎজীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ আনছার আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ।
বৃহঃস্পতিবার ভোর চারটার দিকে তাহার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী আনছার আলী উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের কুশাবাড়ি গ্রামের মোঃ তমিজ উদ্দিনের ছেলে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়ান্দহ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।