মোঃ ইসরাফিল হোসেন রাজশাহী:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।১। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যা ব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ০৯/০৫/২০২৩ খ্রিঃ বিকেল ০৩.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন মাগুড়া ইউনিয়নস্থ মান্নান নগর মোড়ে পাকা রাস্তার উপর যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৯৫৫ (নয়শত পঞ্চান্ন) গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এছাড়াও তাদের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন ও নগদ ১,২৯০/- টাকা জব্দ করা হয়।
২। গ্রেফতারকৃত আসামীঃ ১) কুদরত-ই-খুদা(২৭), পিতা- মৃত শফিকুল ইসলাম, সাং- লক্ষীপুর ভাটাপাড়া, থানা- রাজপাড়া, ২) মোছাঃ হাওয়ানুর বেগম(৩০), স্বামী- মৃত মজিবর, পিতা- মৃত আজিজুল হক, সাং- দীঘিরাম গুন্ঠিহর, থানা- গোদাগাড়ী, উভয় জেলা- রাজশাহী।