মোঃ ইসরাফিল হোসেন রাজশাহী:
আজ ১১ মে দুপুর ১২.০০ ঘটিকার সময় পুলিশ সুপারের কার্যালয় এর সামনে এক প্রেস রিলিজ অনুষ্ঠিত হয়। প্রেস রিলিস ব্রিফ করেন জনাব মোঃ সামিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মহোদয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ রওশন আলী, অফিসার ইনচার্জ, ডিবি, সিরাজগঞ্জ।
১০ মে ২০২৩ খ্রিঃ তারিখে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এর তথ্য ও দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ সামিউল আলম এর সার্বিক তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রওশন আলী এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম, এসআই(নিঃ)/মোঃ ইশানুর রহমান ও এএসআই(নিঃ)/মোঃ মিন্টু মিয়া, পিপিএমসহ সঙ্গীয় ডিবি’র অফিসার ও ফোর্স উল্লাপাড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে খ্রিঃ ১০/০৫/২০২৩ তারিখ সময় ১০.৪৫ ঘটিকায় উল্লাপাড়া থানাধীন পঞ্চক্রোষী ইউনিয়নের মাটিকুরা মাঠপাড়া গ্রামস্থ ধৃত আসামী ১। মোঃ ফরিদুল ইসলাম(২১), পিতা-মোঃ কালাচাঁন, মাতা-মোছাঃ ফরিদা খাতুন, সাং-মাটিকুরা মাঠপাড়া, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জের বসতঘর হতে সর্বমোট ৪,৫৬,০০০(চার লক্ষ ছাপান্ন হাজার) টাকার জাল নোট’সহ টাকা ছাপানোর বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
যাহার মধ্যে-১। ১০০০ টাকার নোট ৮০টি, ২। ৫০০ টাকার নোট ৬৭৫ টি, ৩।২০০টাকার নোট ৮৫ টি, ৪। ১০০ টাকার নোট ১২৫ টি, ৫। ৫০ টাকার নোট ১৮০ টি, সর্বমোট ৪,৫৬,০০০ (চার লক্ষ ছাপান্ন হাজার) টাকার জাল নোট, ৬। ০১ টি প্লাষ্টিকের বোতলের ভিতরে অনুমান ০১ লিটার তারপিন, ৭। ০১ টি পোলার আইসক্রীমের বক্সের ভিতরে নকল টাকা তৈরির জেল, ৮। ০১ টি সাদা প্লাষ্টিকের কৌটার ভিতর অনুমান ৭০০ গ্রাম ফেবিকল আঠা ৯।
১ টি কাঠের টাকা তৈরির ফ্রেম, ১০। ০১ টি সাদা প্লাষ্টিকের কৌটায় জাল টাকা তৈরির সবুজ রং, ১১। নকল টাকা তৈরি দুইটি কাঠের পাটা, ১২। ০১ টি স্টীলের ছোট বাটি ও মেলামাইনের ছোট সাদা বর্ণের চামচ, ১৩। ০১ টি স্টীলের ইঞ্চি স্কেল ১৪। ০১টি গোলাপি ও সাদা বর্ণের স্টীলের কাটার ১৫। ০১টি সাদা প্লাস্টিকের কৌটায় ১৬। ০১টি প্লাস্টিকের কালির খালি বোতল ১৭। জাল টাকা তৈরির ১৭০ পিস সাদা বর্ণের A4 সাইজের সাদা কাগজ, যাহাতে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ছাপাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এঁর ছাপা ছবিসহ এর নিচে ইংরেজিতে ১০০ সংখ্যা ছাপা উল্লেখ আছে ১৮। ০১টি কালো বর্ণের পিসি, ১৯। ০১টি কালো রংয়ের প্রিন্টার, ২০।
১ টি কালো বর্ণের টিভি, ২১। ০১ টি কালো/সিলভার বর্ণের লেমেনেটিং মেশিন, ২২। ০১ টি প্লাস্টিকের রিমোট ২৩। বিভিন্ন বর্ণের ১৫ থেকে ২০টি রঙিন জোরি ২৪। ০১টি কালো রংয়ের কি-বোর্ড ২৫। ০১ টি কালো রংয়ের Optical Mouse. ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, প্রায় দেড় বছর যাবৎ আসামী তার নিজ বসতবাড়িতে জাল টাকার বিভিন্ন ধরণের নোট তৈরি করে পাশ্ববর্তী টাঙ্গাইল, পাবনা, জামালপুরসহ বিভিন্ন জেলায় স্বল্প মূল্যে জাল নোট বিক্রি করিতো। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে আসামী ০২(দুই) কোটি টাকার জাল নোট ছাপানোর মিশন গ্রহণ করেছিলো।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সার্বিক আইনানুগ প্রস্তুতি শেষে বিজ্ঞ আদালতে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।