মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর আওয়ামী লীগের আয়োজনে বুধবার (১৭মে) রাত ৮ টায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয় ।এ উপলক্ষে পৌরশহরের রংপুরিয়া মার্কেটে পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ.লী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, পৌর মেয়র ও উপজেলা আ.লী সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব, আ.লীগ নেতা সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক, পৌর আ.লী নেতা সেফাউল আলম সেফা ও রফিউল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নওরোজ কাউসার কানন প্রমুখ।

এ ছাড়াও উপজেলা আ.লীগ পৌর আওয়ামী লীগ ও অনন্য সহযোগি সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শেষে সদস্য সংগ্রহের উদ্বোধনী কার্যক্রমে আ.লীগের প্রায় দুইশত নেতাকর্মী দলীয় সদস্য কূপন সংগ্রহ করেন ।অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আ.লীগ ভারপাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহাদেব বসাক ।