রাজশাহীর মোহনপুরে ৩৬ দিনের শিশুর মরদেহ উদ্ধার

রাজশাহীর মোহনপুরে ৩৬ দিনের শিশুর মরদেহ উদ্ধার

রাজশাহী

নিজস্ব প্রতিবেদন :

রাজশাহীর মোহনপুরে গরুর নান্দে/ডাবর থেকে ৩৬ দিনের কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ৪নং মৌগাছী ইউনিয়ন এলাকার বসন্তকেদার-বকপাড়া (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আয়েশা আক্তার ওই গ্রামের আলামিন হোসেনে মেয়ে।

এবিষয়ে জানতে চাইলে আলামিন হোসেন বলেন, আমার বাড়িতে স্ত্রী তানিয়া খাতুন ও কন্যা শিশু আয়েশা ছাড়া আর কেউ ছিলোনা। এই ঘটনার পরে আমাকে জানালে আমি দ্রুত বাড়ি চলে আসি এবং এসে দেখি আমার কন্যা সন্তান মারা গেছে।

শিশুর মা তানিয়া আক্তার বলেন, যায় ঘটনার বিবরণ, সাড়ে ৫ টার দিকে নিজ শয়নকক্ষে শিশুটিকে ঘুমিয়ে রেখে বাথরুমে যায়। বাথরুম থেকে পাশের বাড়িতে কুকুরের কামড়ের কথা শুনে সেখানে যায়। এরপর পাশের বাড়ির সুমনের স্ত্রী রোজিনার বাকচিৎকারে দ্রুত বাড়িতে ছুটে আসেন এবং দেখে তার কন্যা সন্তানটি মারা গেছে।

তবে ঘটনার প্রত্যক্ষদর্শী সুমনের স্ত্রী রোজিনা বলেন, আমাদের পাশের বাড়িতে বিয়ে হচ্ছে। আমি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তানিয়াকে ডাকতে এসে দেখি গরুর পানি খাওয়ার নাইন্দের মধ্যে বাচ্চাটি ভাঁসছে। আমি তৎক্ষণাৎ জোরে জোরে চিৎকার দিলে সবাই ছুটে আসে এবং বাচ্চাটিকে সেখান থেকে উদ্ধার করে।

এবিষয়ে মোহনপুর থানার মৌগাছি ইউনিয়নের বিট অফিসার দেবাশীস বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশেপাশের সবাইকে জিজ্ঞেসাবাদ করছি। ঘটনাটির তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *