মোঃ ইসরাফিল হোসেনঃ
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৯ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার (১ জুন) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তারা নির্বাচন থেকে সরে দাঁড়ান।
তারা হলেন- ৮ নম্বর ওয়ার্ডের লালমোহন হোসেন, ১১ নম্বর ওয়ার্ডের হান্নান আলী, ১৫ নম্বর ওয়ার্ডের ওমর ফারুক, ১৭ নম্বর ওয়ার্ডের মো. মনিরুজ্জামান, ১৯ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ডের রায়হানুর রহমান, ২৪ নম্বর ওয়ার্ডের আতিকুর রহমান ও ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার জাহান।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, নির্ধারিত সময়ের মধ্যে ৯ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। নির্বাচনে চার মেয়র প্রার্থী, ৪৬ জন নারী কাউন্সিল ও ১১৩ জন কাউন্সিলর মনোনয়ন পান।