নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে খরা প্রবন বরেন্দ্র অঞ্চলের ক্লাইমেট স্মার্ট কনজারভেশন প্রযুক্তির মাধ্যমে ফসল ও মাটির উৎপাদনশীলতা বৃদ্ধির উপর কৃষি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৩টায় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের (বিডাব্লিউএমআরআই) আঞ্চলিক কেন্দ্রের সেমিনার হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের (বিডাব্লিউএমআরআই) আঞ্চলিক কেন্দ্র আয়োজনে এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর আর্থিক সহায়তায় প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জলবায়ু ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক কেজিএফ এর সিনিয়র স্পেশালিস্ট ড. মনোয়ার করিম খান।
বিডাব্লিউএমআরআই আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে এতে স্থানীয় ও পবা উপজেলার কৃষকরা অংশ নেন। এ সময় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন।
কৃষক প্রশিক্ষণে কম কৃষি উপকরণ ব্যবহার করে অধিক উৎপাদনের বিভিন্ন কলা-কৌশল তুলে ধরেন বিশেষজ্ঞরা। একই সাথে টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করতে জলবায়ু সুসামঞ্জস্য কৃষিতে অগ্রসর হতে কৃষকদের প্রতি আহবান জানান অতিথিবৃন্দরা।