লিয়াকত হোসেন রাজশাহী:
রাজশাহী মহানগরীর হোসনিগঞ্জ এলাকায় এক বাসায় চুরি করা দেখে ফেলায় এক গৃহিণীকে খুনের ঘটনার সঙ্গে জড়িত আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি টিম। আসামি খুনের দায় ও চুরির কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
গ্রেফতারকৃত আসামি হলো, মো: ওমর ফারুক মৃদুল (২১)। সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন হোসনিগঞ্জ এলাকার মো: আফতার উদ্দিন মিরুর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ই মার্চ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন হোসনিগঞ্জ এলাকার শেখ আব্দুল কাদের সকাল ৯:৩০ মিনিটের সময় তার মাকে লাশ গলায় কাপড় প্যাঁচানো রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পরে থাকতে দেখে।
এছাড়াও তিনি তার মায়ের শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ দেখতে পান। বিষয়টি আব্দুল কাদের তাৎক্ষণিক বোয়ালিয়া মডেল থানাকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। আব্দুল কাদেরের অভিযোগের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানায় একটি হত্যার মামলা রুজু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেন।
এ সময় তিনি বলেন, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ এবং আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনার সঙ্গে জড়িত আসামিকে সনাক্ত করতে সক্ষম হই।
এরই ধারাবাহিকতায়, গত ৫ই জুন বরিশাল মুলাদী থানাধীন চরকালেকা এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত আসামি ওমর ফারুককে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি টিম।
গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।