রাজশাহীর সাথে ভবানীগঞ্জের সরাসরিসিএনজি চলাচলের উদ্বোধন করলেন এমপি এনামুল হক

রাজশাহী

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ থেকে রাজশাহীর সাথে সরাসরি সিএনজি চলাচলের উদ্বোধন করা হয়েছে। প্রায় একযুগ বন্ধ থাকার পর শুক্রবার আনুষ্ঠানিক ভাবে রাজশাহীর সাথে সিএনজি চলাচলের শুভ উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। রাজশাহীতে অল্প সময়ে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে সিএনজি।

অতি অল্প সময়ে শহরে পৌছাঁনো গেলেও বাস মালিক ও সিএনজি মালিক-চালকদের মধ্যে দ্ব›েদ্বর কারণে প্রায় ১ যুগ ধরে বন্ধ ছিল সরাসরি চলাচল। ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচেষ্টায় উভয় সমিতির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের সকল সমস্যা নিরসন হয়। এ নিয়ে আর কোন বিরোধ থাকছে না। বি

রোধ নিরশনের পর শুক্রবার সন্ধ্যায় ভবানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে সিএনজি, মিশুক, অটো, টেম্পু মালিক ও চালক সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ভবানীগঞ্জ সিএনজি, টেম্পু ও অটো মালিক সমিতির সভাপতি মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল।

উপজেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীরের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান গোলাম সারওয়ার আবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আকতার বেবী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, ভবানীগঞ্জ সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ সমিতির সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ। এদিকে দীর্ঘ দিন পর পুনরায় ভবানীগঞ্জ-রাজশাহী সিএনজি যাতায়াত শুরু হওয়ায় সিএনজি মালিক ও চালকদের মাঝে আনন্দ বিরাজ করছিল। মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক ফিতা কেটে সিএনজি চলাচলের উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *