বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ হতে আহসানগঞ্জ রাস্তায় ৫২.০৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে সেতুটির নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
এই রাস্তাটি অনেক প্রসস্থ হলেও সেতুটির প্রস্থ ছোট এবং পুরাতন হওয়ায় অনেক ঝুঁকি নিয়ে লোকজনকে চলাচল করতে হয়েছে।
সেতুটি নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ান, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক,
যোগীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাজেদুল ইসলাম সোহাগ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আলী খান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ঠিকাদারী ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইথেন এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার সাদেকুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন প্রমুখ।
সেতুটির নির্মাণ কাজ শেষ হলে লাখো মানুষের কষ্ট লাঘব হবে। উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বারুইহাটি পোড়াকয়া এলাকায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।