সাগর নোমানী,রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী উপশহরের কৃতি সন্তান ডা: মো: মাহমুদুল আমিন (হামিম), পিতা: মো: নুরুল আমিন ও মাতা: মোসা: সুলতানা খানম, সহধর্মিণী ডা: মোসা: শামিমা খাতুন ও ২ টি সন্তান মুনতাহা ও মানহা। তিনি রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে ও হাসপাতাল থেকে ২০১৪ সালে এম বি বি এস ডিগ্রী অর্জন করেন এবং ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা হতে অর্থোপেডিক্স বিভাগে পোস্টগ্রাজুয়েশন করেন।
কক্সবাজারের চকরিয়া ইউনিক হাসপাতালের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন ডাঃমোঃ মাহমুদুল আমিন (হামিম) ভারতের প্রখ্যাত নিরাময়া সুপার স্পেশালিটি সেন্টার ফর অর্থোপেডিক্স থেকে ট্রমা, জয়েন্ট রি কন্সট্রাকশন ও স্পাইন সার্জারিতে ফেলোশিপ ডিগ্রি অর্জন করেছেন।
ডিগ্রি অর্জন শেষে হাসপাতালের ফিরলে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ইউনিক হাসপাতাল (প্রাঃ) লিঃ এর পক্ষ থেকে হাসপাতালের পরিচালনা কমিটি, ডাক্তার, কর্মকর্তা, ও কর্মচারীবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন, চকরিয়ার এম পি মাননীয় জনাব জাফর আলম, পৌরসভার দুই নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল করিম, চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এ কে এ.কে.এম বেলাল উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।