মো: জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার
রাজশাহীর বাগমারায় আজ বুধবার (১৪জুন) দুপুরে মাদক বিরোধী অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রাজশাহীর একটি দল। এসময় প্রশাসনের সহায়তায় তিন মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করা হয়।
এরা হলেন -উপজেলার হাসনিপুর গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে নঈম উদ্দিন (৪৫), আলিয়াবাদ গ্রামের জয়নাল শাহ এর ছেলে নিক্সন শাহ (৩৪) ও আক্কেলপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আলতাফ হোসেন সরদার (৫৫)। এলাকাবাসী ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, এলাকার চিহ্নিত কতিপয় মাদক ব্যবসায়ী প্রতিনিয়ত এলাকায় মাদক সেবন ও মাদক কারবারীর কাজ করে থাকে।
এমন অভিযোগে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোহনগঞ্জ এলাকায় বাগমারা থানার পুলিশের সহযোগীতায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর একটি দল অভিযান চালায়।
অভিযানকালে হেরোইন, গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের সম্মুখীন করা হলে তারা নিজেদের অপরাধ স্বীকার করে। অবৈধ মাদকদ্রব্য রাখার দায়ে অপরাধীদেরকে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা লংঘনের অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদন্ড দেয়া হয়।
ভ্রাম্যমান আদালতে ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর পরিদর্শক সাইফুল ইসলাম, উপ-পরিদর্শক রেজাউল ইসলামসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।