মো: জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোপালপুর ফুলতলা বিলে ১৬ জুন রাত্রি ১০ টার দিকে আগুন জ্বলে কোটি টাকার পান বরজ ধ্বংস হয়ে গেছে । প্রত্যক্ষদর্শীর মতে জানা যায় যে, দুর হতে আগুনের শিখা দেখতে পেয়ে ছুটে আসেন সবাই এবং ফিরোজের পান বরজে প্রথমে আগুন লাগছে বলে ধারনা করছেন।
এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। দু্র্গাপুর ফায়ার সার্ভিসে কল দিলে প্রায় ৩০ মিটিন পর আসলেও আগুনে তারা কোন পানি দেয়নী বলে এলাকাবাসীর দাবী। এবিলে গত দুই বছরে ৪,৫ বার আগুন লেগেছে বলে জানা যায়।

আগুনে প্রায় ৪০/৪৫ জন পান বরজ মালিকের পান পুড়ে যায়। প্রথম ভাবে ধারনা করা হচ্ছে প্রায় ৭০/ ৮০ বিঘা মাটিতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হতে পারে ধারনা করা হচ্ছে। সংবাদ সংগ্রহে গেলে দুর্গাপুর ফায়ার সার্ভিসের সাথে কথা বললে বলেন জ্বলন্ত আগুন ছাড়া আমরা পানি দেই না, তাছাড়া সেখানে আমাদের গাড়িও পৌঁছাতে পারে নাই।
হাবিবুর রহমান নামে একজন পান তার বরজে পানি দিতে গিয়ে অসুস্থ হয়ে অঙ্গান হয়ে পড়েন, পরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। আহাদ উল্লাহ নামের একজন বরজ মালিকেরও এমনি অবস্থা বলে জানা যায়।
মাহাতাব ও আসাদুল বলেন, ইচ্ছাকৃত ভাবে এই পান বরজে আগুন লাগিয়েছেন। সমর, আহাদ, লোকমান , হুজুর আলী, আবেদ, আঃ রাজ্জাক, সাদ্দাম, আফাজ উদ্দিন সহ অনেকের পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় যে, এলাকায় মাদকের ভয়াল থাবার কারনে বারবার এই ঘটনা ঘটেছে বলে ধারনা তাদের। মাদক সেবীরা গভীর রাতে পান বরজে তাদের অভয়ারণ্য হিসেবে ব্যবহার করছে যাহার ফলে এমন ঘটনার সৃষ্টি হয়।