রাজশাহী সিটিতে ১৫৫ ভোট কেন্দ্রের ১৪৮টিই ঝুঁকিপূর্ণ

রাজশাহী

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪৮টি ঝুঁকিপূর্ণ। রোববার (১৮ জুন) বিকেলে রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, ভোট গ্রহণের মাত্র দুদিন বাকি। কমিশনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নাশকতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। ২ জুন প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণায় নামেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

মো. দেলোয়ার হোসেন জানান, এবারই প্রথম রাজশাহী সিটি নির্বাচনে ইভিএমে ভোট-গ্রহণ অনুষ্ঠিত হবে। সব কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে। এখন পর্যন্ত কোনো প্রার্থী তাদের কাছে লিখিত অভিযোগ করেনি।

৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী জহিরুল ইসলাম রুবেল বলেন, আমার প্রতিদ্বন্দ্বী আমার ওপর হামলা চালিয়েছে। আমার বাড়ির সামনে গিয়ে দেশি অস্ত্র নিয়ে হুমকি দিয়েছে। আমি থানায় ও নির্বাচন কমিশনে অভিযোগ করেও কোনো প্রতিকার পায় নি। তবে সুষ্ঠু ভোট হলে আমি জয়লাভ করবো।

২৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. আলাউদ্দিন বলেন, বিএনপি কর্মীরা আমার ওপর হামালা করেছে। এ ঘটনায় আমি কোনো বিচার পাইনি। তবে সুষ্ঠু ভোট হলেও ভোটের মাধ্যমে মানুষ তাদের জবাব দিবে।

এ বিষয়ে রাজশাহী মেট্রপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেন, আমাদের কাছে সাব কেন্দ্রই গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা সব কেন্দ্রে পুলিশ নিয়োগ করেছি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৬-৭ জন আর সাধারণ কেন্দ্রে পাঁচজন করে পুলিশ রাখা হয়েছে।

২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজশাহীতে এবার তিন লাখ ৫১ হাজার ৯৮২ জন ভোট দিবেন। এরমধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৬৭ জন এবং নারী এক লাখ ৮০ হাজার ৮০৯ জন ও হিজরা ভোটার ৬ জন। এবার ১৫৫টি ভোট কেন্দ্রের এক হাজার ১৫৩টি কক্ষে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *