হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ
জগন্নাথপুরে ৫ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী রাসেল(৩৩) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই অলক দাস এর নেতৃত্বে একদল পুলিশ ১৯ শে জুন রোজ সোমবার দুপুর সাড়ে এগারো ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর টু রানীগঞ্জ রোডের জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকা থেকে ধর্মপাশা উপজেলার শরিশ্যাম গ্রাম নিবাসী মৃত মোঃ আব্দুল কুদ্দুছ এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রাসেল(৩৩) কে গ্রেপ্তার করেন।
এসময় আটককৃত আসামীর নিকটে থাকা একটি নীল-কালো রংয়ের স্কুল ব্যাগ তল্লাশি করে কস্টেপ দিয়ে বিশেষভাবে মোড়ানো পাঁচ কেজি গাঁজা উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করেন। গ্রেপ্তারকৃত আসামী রাসেল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ধর্মপাশা ও জগন্নাথপুর উপজেলা সহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।
উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে ধর্মপাশা উপজেলা এলাকায় নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানিয়েছে। উক্ত বিষয়ে গ্রেফপ্তারকৃত আসামির বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে ১৯ শে জুন রোজ সোমবার যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।আদালত তাকে জেল হাজতে প্রেরন করেছেন।