মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ
গাছে গাছে ভরবো দেশ,আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ, এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের শ্রীপুর বাগমারা শাখার আয়োজনে ব্যাংকের সদস্যদের মাঝে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
বিশ্ব জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব প্রতিরোধে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। বৈশ্বিক উঞ্চতা প্রশমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ বাংলাদেশ বির্ণিমানে প্রতিটি সরকারী ও বেসরকারী (এনজিও) সংস্থা, এবং সংগঠন বৃক্ষরোপন কর্মসূচি পালনের আহবান জানান।

এরি ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ২০ই জুন ২০২৩ ইং বেলা ১২ টায় রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর সভায় শ্রীপুর বাগমারা শাখায় ব্যাংকের কার্যালয়ে গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, সেকেন্ড ম্যানেজার মাহাতাবুর রহমান, দেলোয়ার হোসেন সহ সকল কর্মী উপস্থিত ছিলেন।