ঈশ্বরদীতে জামায়াতের উদ্যোগে এতিম ও ছিন্নমূল শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

রাজশাহী

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে দুই শতাধিক এতিম ও ছিন্নমূল শিশুদের মাঝে ঈদ বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ জুন) সকালে শিশুদের মাঝে ঈদের কাপড়, তৈরি পোষাক, জুতা ও সেন্ডেল বিতরণ করা হয়।

জামায়াতের ঈশ্বরদী উপজেলা আমির ড. নুরুজ্জামান প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঈদ পণ্য বিতরন করেন জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ঈশ্বরদী-আটঘড়িয়া (পাবনা-৪) আসনের জামায়াতের দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক আবু তালেব মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের কার্যকরী সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য গোলাম রব্বানী খান জুবায়ের, জামায়াত নেতা নুর মোহাম্মদ খান, মাসুদ রানা মাসুম, হাফিজুর রহমান খান (সাবেক মেম্বার) ও আজিজুল হক খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *