বাগমারা প্রতিনিধি:
বাংলাদেশি বংশোদ্ভূত তানজিয়া ফারহানা হক তান্নী অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছেন। মাত্র ২৫ বছর বয়সে বিশ্বখ্যাত অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন্ থেকে ব্যারিস্টার হয়েছেন। রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, এনা গ্রæপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক ও এনা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হকের একমাত্র কন্যা তানজিয়া ফারহানা হক তান্নী।
তানজিয়া ফারহানা হক তান্নী এনা গ্রæপের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এরআগে তানজিয়া ফারহানা হক তান্নী লন্ডনের বিপিপি বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সঙ্গে এলএলবি অনার্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
এছাড়াও সে লন্ডনের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ‘মাস্টার্স অফ-ল’তে পুরস্কৃত হয়েছিলেন। তানজিয়া ফারহানা হক তান্নী লন্ডনে উচ্চতর ডিগ্রী অর্জন করতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তান্নীর ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গিণ মঙ্গল কামনা করেন।
খোঁজ নিয়ে জানাগেছে, বাগমারায় এর আগে কোন মেয়ে লন্ডন থেকে ব্যারিস্টার ডিগ্রী অর্জন করতে পারেনি। তানজিয়া ফারহানা হক তান্নীই প্রথম যিনি লন্ডন থেকে ব্যারিস্টার হয়ে দেশে ফিরবেন।
তানজিয়া ফারহানা হক তান্নী ২০২০ সালে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জন করতে লন্ডনে পাড়ি জমান। এই সফলতা শুধু তানজিয়া ফারহানা হক তান্নীর একার না এই সফলতা পুরো বাগমারাবাসীর। আগামী নভেম্বরে দেশে আসবেন বলে জানিয়েছেন তান্নীর পিতা ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
তিনি আরো বলেন, মেয়েদের দেশের বাহিয়ে রেখে লেখাপড়া করানো অনেক চ্যালেঞ্জের ব্যাপার। তারপরও দেশবাসীর কথা চিন্তা করে লন্ডন থেকে ব্যারিস্টারী ডিগ্রী অর্জন করাতে সক্ষম হয়েছি। দেশে এসে জনকল্যাণমূলক কাজে অংশ গ্রহণ করবেন বলে মন্তব্য করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।