লিয়াকত হোসেন রাজশাহী:
রাজশাহী মহানগরীর ১৯ নং ওয়ার্ডের ছোট বনগ্রাম আদর্শ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে জলবায়ু অভিবাসীদের জনসচেতনতা মূলক কার্যক্রমের সেবা সমূহ প্রচারের জন্য কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ই জুলাই বুধবার বিকেলে ইসলভ ইন্টারন্যাশনাল লিমিটেড রাজশাহীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শবনম শিরিন, উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহী, সুলতানা আহমেদ সাগরিকা সংরক্ষিত কাউন্সিলর জোন-৭, রাসিক, নাজমা খাতুন, জন্ম নিবন্ধন কর্মকর্তা, রাসিক, নাসিমা খাতুন, প্রধান শিক্ষক, ছোটবনগ্রাম আদর্শ বালিকা বিদ্যালয়, শহর সমাজসেবা প্রতিনিধি মোঃ সাইদুজ্জামান প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, উন্নয়নের এই মহানগরীতে এই প্রথম জনস্বার্থে ইলেকট্রনিক্স তথ্য সম্বলিত বুথ স্থাপন করা হয়েছে। সকল নাগরিকদের বাংলাদেশ সরকারের সকল সেবা সমূহ অবগত করণ ও সহায়তার জন্য সদা সর্বদা রাজশাহী সিটি কর্পোরেশন প্রস্তুত আছে এবং সেবা প্রদান করছে।
এই জন্য প্রধান অতিথি অর্থদাতা সংস্থা ও ইসলভ ইন্টারন্যাশনাল কে ধন্যবাদ জ্ঞাপন করেন।