১৪ বছরের কিশোরকে অপহরন করে আত্নগোপনে ৩৫ বছরের নারী

রাজশাহী

এসএম রুবেল,চাঁপাইনবাবগঞ্জ৷ প্রতিনিধি

১৪ বছরের কিশোরকে অপহরন করে আত্নগোপনে ৩৫ বছরের ঔ নারী কোথায় পালিয়েছে পাইনা ঠিকানা,খুঁজাখুঁজি স্থানীয় লোকজন ও তার পরিবার ছেলেকে ফিরে পেতে থানায় অপহরণের অভিযোগ।

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ১৪ বছরের এক কিশোরকে অপহরণ করে আত্নগোপন করেছেন ৩৫ বছর বয়সী এক নারী। এনিয়ে ছেলের সন্ধান চেয়ে থানায় অভিযোগ করেছেন অপহরণের শিকার কিশোরের বাবা। গত ১০ জুলাই রাতে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়,অপহরনকারী নারী একই গ্রামের মো.দাউদ আলীর ছেলে মেয়ে মোসা.মুসলেমা বেগম। এই নারী নরেন্দ্রপুর উত্তরপাড়া গ্রামে মো. শরিফুল ইসলামের ছেলে মো. মোশাররফকে অপহরণ করে উধাও পাওয়া যায়নি কয়েকদিন হয়ে গেলেও এখন পর্যন্ত সন্ধান,মিলছেনা তবে দুই জনের ফোন অন রয়েছে ধরছেনা কল।

স্থানীয় বাসিন্দা,ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,কিশোর মোশাররফের প্রতিবেশী মুসলেমা। এর সুবাদে বসত বাড়ীতে এসে মোশাররফের সাথে প্রায় সময়ে খোলামেলা হইয়া গল্পগুজবসহ নানারকম হাসিতামাসা করতো। এনিয়ে জানাজানি হলে,গত ০৮ জুলাই সন্ধ্যা ৭টার দিকে মোশাররফের বাবা শরিফুল ইসলামের সাথে মুসলেমার কথা কাটাকাটি হয়। ছেলের সাথে মিলামিশা করতে জোড়ালো ভাবে নিষিদ্ধ করা হয়।

এরই জের ধরে গত ১০ জুলাই রাত ১০টার দিকে মুসলেমা শরিফুলের বাড়িতে এসে তার স্ত্রীকে বলেন,রাত বেশি হওয়ায় একা বাইরে যেতে পারছিনা। এরপর নানরকম কথাবার্তা বলে মুসলেমা বাড়ি থেকে কিছুটা দূরে ময়দা কেনার নাম করে বাসা থেকে নিয়ে যায়। এরপর অনেক রাত হয়ে গেলেও কিশোর মোশাররফ বাড়িতে না আসায় দুঃচিন্তায় পড়ে যায় পরিবারের সদস্যরা।

নিখোঁজ মোশাররফের বাবা শরিফুল ইসলাম বলেন,নিখোঁজের পর থেকে পরিবারের বিভিন্ন আত্বীয় স্বজনদের বাড়িতে খোঁজ খবর নিয়েছি। ছেলেকে কোথাও পাওয়া যাচ্ছে না। এমনকি সেদিনের পর থেকে ওই মহিলারও কোন দেখা নাই। সেই মহিলায় আমার ছেলেকে অপহরণ করে নিয়ে গেছে। আমরা ছেলেকে ফেরত পেতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

মোশাররফের মা শাহিনুর খাতুন জানান,আমার ছেলেকে রাতের বেলায় বের হতে দিতাম না। কিন্তু ওই মহিলা রাতের বেলায় ময়দা কিনতে যাব বলে নিয়ে গেছে। আমার ছেলেকে নানাভাবে অনৈতিক কাজে লিপ্ত করতে নানরকম কায়দা অবলম্বন করতো। আমরা জানার পর এর প্রতিবাদ জানায়। কিন্তু তার নজর ভালো ছিল না আমার ছেলের প্রতি। তাই তাকে অপহরণ করে নিয়ে গেছে ও আত্নগোপনে রেখেছে।

স্থানীয় বাসিন্দা ফারুক আহমেদ ও মমরেজ বলেন,ওই মহিলা চরিত্র ভালো নয়। হাঁটুর বয়সী ছেলের ছেলের সাথে এমন অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে এসব অপকর্ম করেছে। তার কারনে গ্রামে নানারকম অশান্তি সৃষ্টি হচ্ছে। এতো ছোট একটা বাচ্চাকে নিয়ে পালিয়ে গেছে। আমরা গ্রামবাসী তার বিচার চাই। আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট আবেদন,তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। উল্লেখ আমার ছেলেকে নিয়ে পালিয়ে যাবার আগে,সেই রাএে তার ভাষা ছিলো অত্যন্ত,খুব সুন্দর ও মধুময় ও খালাম্মা আপনার ছেলেকে একটু আমার সাথে দেন আটা কিনতে যাবো একলাই খুব ভয় লাগছে,এরুম তার আকুতি শুনে কার না মন গলেনা এরই সুযোগে কাজে লাগিয়ে ছেলেকে নিয়ে পালিয়ে যায় ৩৫ বছরের নানি বয়সী সেই নারি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান,এবিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *