নাটোরের বাগাতিপাড়া ওলালপুর ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান জরিমানা এক লক্ষ চল্লিশ হাজার টাকা

রাজশাহী

হাসান আলী সোহেল নাটোর প্রতিনিধি:

বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক মহোদয়ের অ‌র্পিত ক্ষমতাব‌লে,জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার, বাগাতিপাড়া ও লালপুর মহোদয়ের সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর,নাটোর জেলা কার্যালয় কর্তৃক আজ ১৯ জুলাই,২০২৩ খ্রিঃ তারিখে ‌নাটোর জেলার বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় একটি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

সকাল ০৭:০০ টা হ‌তে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় বাগাতিপাড়া উপজেলার ছোট চিথলিয়া এলাকায় অবস্থিত মনায়েম গুড় ভান্ডারকে (স্বত্বাধিকারী:মনায়েম) খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ৩০,০০০/=, লালপুর উপজেলার মোহরকয়া বাজার এলাকায় অবস্থিত হাবিবুর গুড় ভান্ডারকে (স্বত্বাধিকারী:মোঃহাবিবুর রহমান)খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ২০,০০০/=,লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর বাজার এলাকায় অবস্থিত ভূট্ট গুড় ভান্ডারকে(স্বত্বাধিকারী: মো: ভূট্ট)খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ২০,০০০/=, লালপুর উপজেলার লালপুর বাজার এলাকায় অবস্থিত মেসার্স হাসিনা বিস্কুট ফ্যাক্টরীকে(স্বত্বাধিকারী রাশেদ) পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারায় ১৫,০০০/=, লালপুর বাজার এলাকায় অবস্থিত বর্ষা আইসক্রিমকে(স্বত্বাধিকারী:মোঃ আনোয়ারুল)পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারায় ২৫,০০০/=, লালপুর উপজেলার অমৃতপাড়া বাজার এলাকায় অবস্থিত নাজমুল সুপার আইসক্রিমকে(স্বত্বাধিকারী: মোঃনাজমুল ইসলাম)নকল আইসক্রিম তৈরির অপরাধে ৫০ ধারায় ৩০,০০০/- টাকাসহ সর্বমোট ১,৪০,০০০/=(এক লক্ষ চল্লিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। নাটোর জেলার RAB-05 এর সিপিসি-০২ এর একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর,নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক জনাব,মোঃমেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *