পুঠিয়া-তাহেরপুর ব্যস্ত সড়কে মাটি ফেলতে ফেলতে দাপিয়ে বেড়াচ্ছে মাটি বোঝাই কাকড়া গাড়ি

পুঠিয়া-তাহেরপুর ব্যস্ত সড়কে মাটি ফেলতে ফেলতে দাপিয়ে বেড়াচ্ছে মাটি বোঝাই কাকড়া গাড়ি

রাজশাহী

মোঃ ইসরাফিল হোসেনঃ

রাজশাহী পুঠিয়া উপজেলা ছোট কাচুপাড়া বিলে চলছে পুকুর খনন, আগে যেখানে দেখা যেত দিগন্ত জুড়ে সবুজ ফসলের মাঠ। এখন দেখা মেলে শুধু পুকুর, দীঘি আর জলাভূমি। এ উপজেলায় উর্বর তিন ফসলী কৃষি জমি কেটে তৈরি করা হয়েছে বড় বড় পুকুর আর দীঘি।

ভিডিওঃ পুঠিয়া-তাহেরপুর ব্যস্ত সড়কে মাটি ফেলতে ফেলতে দাপিয়ে বেড়াচ্ছে মাটি বোঝাই কাকড়া গাড়ি।

এভাবেই পুঠিয়া ও তাহেরপুর ব্যস্ত সড়কে দিন ও রাতে মাটি ফেলতে ফেলতে দাঁপিয়ে বেড়াচ্ছে মাটি বোঝাই কাঁকড়া গাড়ি, খোঁজ নিয়ে জানা যায় বেশ কয়েকদিন থেকে  হোসেনের বটতলা হতে মাটি বোঝাই কাঁকড়া গাড়ি গুলো বাসু পাড়া বাজার হয়ে মোল্লাপাড়া বেলালের ইট ভাটায় যাচ্ছে।

কারন একটায় ফসলি জমিতে যত গর্ত স্থানীয় প্রশাসনের তত অর্থ! সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহীর পুঠিয়া উপজেলা জুড়ে এখনো কৃষিজমিতে চলছে অবাধে পুকুর খনন। কৃষি জমিতে অবৈধ পুকুর খননের ধ্বংসযজ্ঞ চললেও প্রশাসন যেন কিছুই দেখছে না।

নামমাত্র কিছু অভিযান চালালেও প্রভাবশালীরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। অপরদিকে, ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার পর পরিবহনের জন্য উপজেলার কাঁচা ও পাকা সড়ক ব্যবহার করা হচ্ছে। মাটি বোঝাই ট্রাক্টর চলাচল করার কারণে উপজেলার বিভিন্ন রাস্তায় মাটি পড়ে অন্যান্য যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। অসাধু ব্যাক্তিদের জন্য সড়কগুলো নষ্ট হওয়ায় ভোগান্তি পোহাচ্ছে জনসাধারণ।

অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে উপজেলা জুড়ে দিন-রাত সমানতালে চলছে পুকুর খননের কাজ। পুকুর খননের ফলে এ উপজেলায় আশঙ্কাজনক হারে কমেছে কৃষি জমির পরিমাণ। এদিকে পুকুর খনন রোধে প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। এটা শুধু পুকুর খনন না, তার সাথে পাকা রাস্তা ও নষ্ট হচ্ছে, এটা সব জনগনের সমস্যা। তাই প্রশাসনের কাছে আবেদন, এটার যেন শীঘ্রই অবস্থান নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *