পুঠিয়ায় মসজিদের তালা ভেঙ্গে চুরির অভিযোগ

রাজশাহী

স্টাফ রিপোর্টার : মো রকিবুল হাসান সনি

পুঠিয়ায় মসজিদের দরজার তালা ভেঙ্গে চুরির অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার পুঠিয়া পৌর সভার বিলপাড়া গন্ডগোহালী জামে মসজিদে ওই রাত্রীর যে কোন সময় চুরির ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

সরজমিন এ গিয়ে চুরির সত্যতা পাওয়া গেছে। চোরের মসজিদের ভিতরে তালা ভেঙ্গে প্রবেশ করে, মসজিদের ভেতরে থাকা দুইটি মাইকের মেশিন, সোলারের ব্যাটারি, সোলারের অন্যান্য সরমঞ্জান ও দুইটি ফ্যান চুরি করে নিয়ে যায়।

ভোরে ফজরের নামাজ পড়তে এসে মুসল্লিরা চুরির বিষয়টি জানতে পারে। পরে শুক্রবার সকালে মসজিদের সভাপতি মাহাবুবুর রহমান সেলিম পুঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

চুরির বিষয়ে মসজিদের সভাপতি সেলিম বলেন,গত কোরবানির ঈদের সময় আমাদের এলাকায় গরু চুরিঅশঙ্কাজন বৃদ্ধি পায়। এসময় এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতায় চুরির ঘটনা হ্রাস পায়। বর্তমানে চোরেরা এলাকায় আবার তাদের চুরির কার্যক্রম শুরু করেছে।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, মসজিদে চুরির একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টা আমরা তদন্ত চালাচ্ছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *