নিজস্ব প্রতিবেদন :
রাজশাহীর পুঠিয়ায় রাজশাহী জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদের মোটরসাইকেল শোডাউনে হামলা ও ভাংচুর করা হয়েছে বলে যানা যায়।

এতে করে বেশ কয়েক জন আহত হয়েছেন। একটি পিকআপ ও একটি মাইক্রোবাস সহ এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়ছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঝলমলিয়া বাজারে ওই ঘটনা ঘটে। গুরতর আহত হিমেল আলীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এই বিষয়ে মুঠোফোনে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ এর যোগাযোগ করা হলে তিনি বলেন, রোববার আমরা বেলপুকুর থেকে সেনভাগ পর্যন্ত মোটরসাইকেল শোডাউন করি।
এক পর্যায়ে পুঠিয়ার ঝলমলিয়া পৌঁছলে গোলাম সারোয়ার রাসেল, আল আমিন সরদার, নাসির সরদার ও রকি সরদার সহ বেশ কিছু লোকজন লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা করে। এতে করে আমাদের সাত থেকে আট জন ব্যক্তি আহত হয়েছেন।
একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমাদের সোডাউনের একটি মাইক্রোবাস একটি পিকআপ ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। ইতোমধ্যে এই বিষয়ে একটি সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসে পৌঁছেছে। এ বিষয়ে মামলা করার আমাদের প্রস্তুতি চলছে।
তিনি আরো বলেন,পুলিশের সামনেই ঘটনাটি ঘটেছে পরে পুলিশ হামলাকারীকে হাতেনাতে ধরেও ছেড়ে দিয়েছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে পুঠিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, এই বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।