রাজশাহী দুর্গাপুরে যৌতুকের টাকার দাবিতে, শ্বশুর-শাশুড়িসহ স্ত্রীকে মেরে আহত

রাজশাহী

মো: জাহাঙ্গীর আলম,রাজশাহী, প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি নামে থানায় অভিযোগ করেছেন তার স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায় যে, জাহাঙ্গীর আলম তার স্ত্রী কে যৌতুকের টাকার জন্য বারবার চাপ দেয়, গতকাল ১ আগষ্ঠ আনুমানিক রাত দশটার দিকে জাহাঙ্গীর আলম তার স্ত্রীকে যৌতুকের টাকার জন্য তার পিতার বাড়িতে যেতে বলে, কিন্তু সে রাজি না হলে তার শশুর শাশুড়িকে ডেকে পাঠায়।

সরল মনের শ্বশুর আঃ মতিন শেখ (৮০) ও শাশুড়ি মারুফা (৭০) জামাইয়ের বাসায় গেলে যৌতুকের টাকার জন্য চাপ দেয়। টাকা দিতে অস্বীকার জানালে অভিযুক্ত জামাই জাহাঙ্গীর শ্বশুর শাশুড়িকে মারধর করে। এক পর্যায়ে স্ত্রী তাদেরকে রক্ষা করতে এগিয়ে গেলে স্ত্রীকে ব্যাপক পরিমাণে মারধর করে।

পরে রাতে পরিবারের লোকজন চিৎকার শোনে ও এগিয়ে যায় তাদেরকে উদ্ধার করে বলে জানান। এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর এর স্ত্রী নাসিমা বেগম বলেন আমার স্বামী প্রায় নেশা করে আমায় মারপিট করত এবং আমার বাবার নিকট হতে টাকা নিয়ে আসতে বলত।

এবিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *