মোঃ রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ৩ নং ইটালী ইউনিয়নের রাতাল গ্ৰামে ব্যাপক ভাবে চলছে মাদক ব্যবসা। ওই গ্রামের আদীবাসীরা প্রতিনিয়ত এই মাদক ব্যবসা করে থাকে, এদের এই মাদক ব্যবসা এক ধরনের বিশেষ পেশা হয়ে গেছে। তারা এই মাদক ব্যবসা কে প্রতিদিনের একটি রোজগার বলে মনে করে থাকে।
এই মাদক ব্যবসায়ীরা হাজার হাজার মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। হাজার মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন সমাজের কাছে লাঞ্চিত হচ্ছে শুধু মাদক ব্যবসায়ীদের কারণে । এবং হাজার হাজার যুবসমাজ ধ্বংসের মুখে পরিনত হচ্ছে অনেক ছেলেদের ছাত্রজীবন নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই মাদক জাতীয় চোলাই মদ ও গাঁজা ব্যবসায়ীদের জন্য।
স্থানীয়রা জানায় আমরা এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোন কথা বলেও আজো কোন মাদক ব্যবসায়ীদের পরিবর্তন পাইনাই। থানা পুলিশ জানার পরেও তাদের কোন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে না। এই মাদকগুলো দ্রুত উচ্ছেদ করা দরকার যাতে কখনো এই মাদক ব্যবসায়ীদের কারনে কোনো ছাত্রজীবন ও যুব সমাজ নষ্ট না হয়।
কখনো কোনো পরিবারকে অনাহারে দিন কাটাতে না হয় সমাজের কাছে লাঞ্চিত না হতে হয়। এ বিষয়ে এলাকাবাসী জানায় আমরা এই মাদক এর পক্ষে নয়।কারন প্রতিনিয়ত এই মাদক সেবন করে রাস্তায় পরে থাকে ও বিভিন্ন দোকানে প্রসাব করে মাতাল অবস্থায়। অনেক সময় মা বোনদের সাথে মাতাল হয়ে মারপিট সহ গালাগালির ঘটনায় মানক্ষুন্ন হয়।
এই অবৈধ মাদক ব্যবসায়ী ও মাদক এর সাথে যাহারা জড়িত তাহারা যে দলের ই দাপট দেখাক না কেন সিংড়া উপজেলা প্রশাসন ও জেলা জেলা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষন করছি আমরা, দ্রুত তদন্ত সাপেক্ষে মাদকের সাথে যাহারা জরিত আইনগত ব্যবস্থা নিয়ে এই মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করা হউক।