মো.আল আমিন খান স্টাফ রিপোর্টারঃ
জেলার গোয়েন্দা শাখার (ডিবি) ৮ই আগস্ট আনুমানিক রাত্রি ১০:১০ মিনিটে সদর মডেল থানাধীন হাতাপাড়া গ্রামস্থ পুলিশ চেকপোস্টে কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি মিনি পিকআপে হলুদ গুড়ার বস্তার সাথে বিশেষ কায়দায় মরিচের গুড়ার বস্তার ভিতর হতে স্কচটেপ দিয়ে মোড়ানো ৩৬ (ছত্রিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা এবং ০১টি হলুদ – মরিচ ভাঙ্গার মেশিন, ০১টি স্যালো মেশিন, ০১টি বাটন মোবাইল ফোন সহ মাদক বহনের কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয় এবং ঘটনার সহিত জড়িত আসামী
০১। মোঃ জনি ইসলাম, পিতাঃ মোঃ মোজাম্মেল হক সাং-কানসাট (বাগদূর্গাপুর)
০২। মোঃ রফিকুল ইসলাম , পিতাঃ মৃত আব্দুর রহমান সাং-বিশ্বনাথপুর মোকারিম টোলা ০৩। মোঃ শহিদুল ইসলাম, পিতাঃ মোঃ লুটু আলী সাং-বিশ্বনাথপুর (মুন্সিটোলা)
০৪। মোঃ নাসির উদ্দিন , পিতাঃ মৃত হাবিবুর রহমান সাং-বিশ্বনাথপুর (মোকারিম টোলা) চাঁপাইনবাবগঞ্জ দের গ্রেফতার করা হয়।চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছাইদুল হাসান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার, সরাসরি তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই রিপন কুমার মন্ডল এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ আসামিদের গ্রেফতার করেন।
উক্ত ঘটনা সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আসামীগণকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।