বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৫ আগস্ট বিকাল ৩ টায় হাট-গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে শোকসভা অনুষ্ঠিত হবে।
উক্ত শোক সভা সফল ও স্বার্থক করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকাল ৪ টায় হাট-গাঙ্গোপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ,
সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক হানুরুর রশীদ সরকার, শুভডাঙ্গা ইউনিয়নের আহŸায়ক সোনাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, কৃষক লীগের সভাপতি মহসিন আলী, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন প্রমুখ।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, হাট গাঙ্গোপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম প্রামাণিক, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহরিয়া আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার, দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পারভীন আক্তার, ওয়ার্ড সভাপতি বয়েন উদ্দীন, নাজমুল ইসলাম, আব্দুল মান্নান, সামসুদ্দীন হোসেন, হাবিবুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মালেক প্রমুখ।