স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘ সাত বছর পর ০২ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগর শাখার সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাজশাহী মহানগর যুবলীগের এ সম্মেলন ও নতুন কমিটির সভাপতি পদকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এবারের সম্মেলনে তৃণমূল তাদের পছন্দের নেতাকে সভাপতি নির্বাচিত করতে চান। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আগামী ০২ সেপ্টেম্বর সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রসঙ্গত, সে অনুযায়ী পদপ্রত্যাশীরা তাদের জীবনবৃওান্ত জমা দিয়েছেন। এ নিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা খুবই উজ্জীবিত। এরপর থেকে কে হবে মহানগর যুবলীগের সভাপতি নিয়ে তৃণমূলের মধ্যে রয়েছে উদ্বেগ, চলছে আলোচনা। দলের অধিকাংশ নেতাকর্মী তাদের পছন্দের নেতাকে মহানগর যুবলীগের সভাপতি পদে দেখতে চালাচ্ছেন ব্যাপক প্রচারণা। এতে তৃণমূল থেকে বার বার নাম উঠে আসছে মহানগর যুবলীগের বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক সমাজ সেবক ও কর্মীবান্ধব নেতা তৌরিদ-আল-মাসুদ রনি’র নাম।
দলের নেতাকর্মী এবং সমর্থকদের প্রিয়মূখ হিসেবে পরিচিত তৌরিদ-আল-মাসুদ রনি বর্তমান মহানগর যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এবারের সম্মেলনে তৃণমূলের রায়ে তিনি সভাপতি নির্বাচিত হতে পারেন বলে শোনা যাচ্ছে। তাকে ঘিরেই এখন একাট্টা হচ্ছেন মহানগরীর নেতাকর্মীরা। আসছে সম্মেলনে কর্মীবান্ধব এ নেতাকে সভাপতি করার লক্ষ্যে মহানগরীর নেতাকর্মীদের বেশ তৎপরতাও লক্ষ করা যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকও সরব রয়েছে তাঁর প্রচারণায়। রাজশাহী মহানগরীর বেশির ভাগ নেতাকর্মীই সামাজিক যোগাযোগমাধ্যমে তৌরিদ-আল-মাসুদ রনিকে সভাপতি হিসেবে পদায়নের জন্য মতামত ব্যক্ত করছেন।
রাজশাহী মহানগরীর বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, করোনাকালে সবকিছু স্থবির হয়ে পড়ায় জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন মহানগর যুবলীগের বর্তমান বিপ্লবী যুগ্ন- সাধারণ সম্পাদক তৌরিদ-আল-মাসুদ রনি। অসহায়কে দিয়েছেন সহায়। সাধারণ মেহনতী মানুষ, পথচারীসহ সব শ্রেণির মানুষকে সাধ্যমত সাহায্য করেছেন।
বর্তমানে দলের মধ্যে তার জনপ্রিয়তা ঈর্ষণীয়। দলের কর্মীদের প্রতি তার ভালোবাসা, আর্থিক ও সার্বিক সহযোগিতা তাকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। তাই আসন্ন রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলনে তৃনমুলের সকল নেতাকর্মীরা সভাপতি হিসেবে তাকেই দেখতে চায়।
তৃণমূল পর্যায়ের নেতারা বলেন, আমাদের তৃণমূল পর্যায়ের কর্মীদের দাবি, দলকে সুসংগঠিত করতে হলে তৌরিদ-আল-মাসুদ রনি’র মতো একজন দক্ষ, পরিচ্ছন্ন ও কর্মীবান্ধব যুবনেতাকে সভাপতি হিসেবে মনোনীত করতে হবে। কারণ মহানগর যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক থাকা অবস্থায় তিনি মহানগরীর ৩০ টি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে সবসময় খোঁজখবর রেখে দলকে সুসংগঠিত করার তাগিদ দিতেন।
এখন সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হলে যুবলীগ আরো শক্তিশালী ও গতিশীল হবে। রাজশাহী মহানগরীর নেতাকর্মীদের একই আওয়াজ, সভাপতি হিসেবে তৌরিদ-আল-মাসুদ রনি’র বিকল্প কাউকে চাই না।
এ বিষয়ে সভাপতি পদপ্রত্যাশী মহানগর যুবলীগের বর্তমান যুগ্ন- সাধারণ সম্পাদক তৌরিদ-আল-মাসুদ রনি বলেন, উত্তরবঙ্গ আওয়ামী লীগের অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগের, সভাপতিমন্ডলীর সদস্য, মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভাইয়ের আদর্শের রাজনীতিতে গড়ে ওঠেছি।
তৃণমূল পর্যায় থেকে ছাত্রলীগের রাজনীতি করেছি, সরকারের দুঃসময়ের রাজপথের রাজনৈতিক সহযোদ্ধা ছিলাম। বর্তমানে যুবলীগের রাজনীতিতে রাজপথের আন্দোলন-সংগ্রাম ও দলীয় সকল কর্মসূচীতে সক্রিয়ভাবে আছি। করোনাসহ বিভিন্ন দূর্যোগের সময় যুবলীগের পাশাপাশি ব্যক্তিগতভাবে মানুষের কল্যাণে কাজ করে গেছি।
যুবলীগকে সুসংগঠিত করতে কেন্দ্রের নির্দেশনা মেনে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে কাজ করেছি এখন দল আমার কর্মযজ্ঞকে মূল্যায়িত করে সভাপতি পদে নির্বাচিত করবেন বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।