বাগমারা প্রতিনিধি:
বাগমারা উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ও গনিপুর ইউনিয়ন কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রফুল্ল সরকার মৃত্যুবরন করেছেন।
প্রফুল্ল সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। বৃহস্পতিবার সকাল ৮:৩০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রফুল্ল সরকারের বাড়ি গনিপুর ইউনিয়নের চাঁন্দেরআড়া গ্রামে। মরহুম প্রফুল্ল সরকারের বিদেহী আত্মার শান্তি কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।