লিয়াকত হোসেন রাজশাহী:
রাজশাহীতে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) রাজশাহী মহানগর ও জেলা শাখার অফিস উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল এগারোটায় মহানগরীর লক্ষ্মীপুর কাঁচা বাজারস্থ মার্কেটে এ অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়। কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভায়, আবু মাসুদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভায় বক্তব্য দেন, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার স্থায়ী পরিষদ সদস্য আব্দুল্লাহেল বাকি।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ফারিয়া যুগ্ম সাধারণ সম্পাদক, আরিফুল ইসলাম মাসুম, রাজশাহী বিভাগীয় ফারিয়ার সদস্য সচিব ও জেলা ফারিয়ার সভাপতি খাইরুল ইসলাম, রাজশাহী মহানগর ফারিয়ার সভাপতি শামস নয়ন, রাজশাহী মহানগর ফারিয়ার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, রাজশাহী মহানগর ফারিয়ার উপদেষ্টা মোহাম্মদ আরিফুল ইসলাম সহ রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ এবং রাজশাহী মহানগর ও জেলার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।