স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশি পিস্তলসহ আব্দুল্লাহ প্রান্ত (২১) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার সোনামসজিদ বিওপিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাকস্ট্যান্ড এলাকায় আম বাগানে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুল্লাহ প্রান্ত পাবনার ফরিদপুর উপজেলার বোনাইনগর গ্রামের মিলন আলির ছেলে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি কয়লাবাড়ী ট্রাকস্ট্যান্ড এলাকায় আম বাগান দিয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় অস্ত্র পাচার হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে একটি অটোরিকশা তল্লাশি করা হয়। ওই অটোরিকশা থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ আব্দুল্লাহ প্রান্ত আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ প্রান্ত জানিয়েছেন, ফরিদপুর থেকে অস্ত্র কিনতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসেছিলেন তিনি। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।