রাজশাহী দূর্গাপুর কয়ামাজমপুর গ্রামের সার্ভেয়ার টুটুল ৩ দিন ধরে নিখোঁজ, সন্ধান চাই পরিবার

রাজশাহী দূর্গাপুর কয়ামাজমপুর গ্রামের সার্ভেয়ার টুটুল ৩ দিন ধরে নিখোঁজ, সন্ধান চাই পরিবার

রাজশাহী

রাজশাহী, প্রতিনিধি:

রাজশাহীর দূর্গাপুর উপজেলার ২ নং কিসমত গনকৈড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কায়ামাজমপুর গ্রামের খালেদ রোজা মোহাম্মাদ সোহেল অরোফে টুটুল (৫০) নামের এক সার্ভেয়ার গত তিন দিন ধরে নিখোঁজ হয়েছে। নিখোঁজ টুটুল কয়ামাজমপুর গ্রামের মৃত নুরুর রেজা মোহাম্মাদ শরীফের বড় ছেলে।

এঘটনায় গত ২ সেপ্টেম্বর শনিবার নিখোঁজ টুটুলের স্ত্রী কয়ামাজমপুর গ্রামের মৃত আমিনুল ইসলাম সরদারের ছোট মেয়ে শামীমা আক্তার দূর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। তবে এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।

দূর্গাপুর থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, গত (৩১ শে আগস্ট ) বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টার দিকে সার্ভেয়ার টুটুল কয়ামাজমপুর তার নিজ বাড়ি থেকে কাউকে কিছু না বলে কমলা রং এর গেঞ্জি গায়ে ও নীল চেক লুঙ্গি পরে বের হয়ে যায়। তার পরে সে আর বাড়িতে ফেরত আসেনি।

টুটুল নিখোঁজ হওয়ার পরে তাদের সকল নিকট আত্নীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজা খোঁজির পরেও কোন সন্ধান মেলেনি । টুটুল ও আক্তারী দম্পত্তির এক ছেলে সন্তান ও একটি মেয়ে সন্তান রয়েছে।নিখোঁজ খালেদ রোজা মোহাম্মাদ সোহেল অরোফে টুটুলের বয়স ৫০ বছর বয়স, তার উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাথার সামনে টাক, গায়ে কমলা রং এর গেঞ্জি ও নীল চেক লুংঙ্গি পরা ছিলো।

সে রাজশাহী জেলার আঞ্চলিক ভাষায় কথা বলে এবং তার বাম পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটে। কোন ব্যক্তি তাকে দেখতে পেলে অথবা সন্ধান পেলে দূর্গাপুর থানা পুলিশে অথবা নিখোঁজ টুটুলের পরিবারের ০১৭৮৪৭৮০৬২৯ এ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।

এ বিষয় রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম বলেন, এ ঘটনায় নিখোঁজ সার্ভেয়ার টুটুলের স্ত্রী শনিবার দূর্গাপুর থানায় একটি হারানো জিডি করেছে। পুলিশ নিখোঁজ ব্যক্তির সন্ধানে মাঠে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *