বড়াইগ্রাম জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

বড়াইগ্রাম জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

রাজশাহী

বড়াইগ্রাম প্রতিনিধি:

সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে–উদ্ভাবনে স্থানীয় সরকার’–এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের বড়াইগ্রামে প্রথমবারের মত জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এ উপলক্ষে বিকেল ৫টায় উপজেলা হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্নয়ন মেলার সমাপ্ত হয়। এর আগে গত রোববার একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ৩দিনের উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়।

এই মেলা সভাপতিত্বে করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমান আতা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন জুয়েল, সহকারী (ভূমি) কমিশনার মোঃ বোরহানউদ্দিন উদ্দিন মিঠু, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক।

এছাড়াও বক্তব্য দেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আমির হামজা, বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিন আলী,মাঝগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল,বীর মুক্তিযোদ্ধারা, অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রথবারের মত জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের প্রচলন করেছেন।

প্রধানমন্ত্রীর প্রবর্তিত ‘আমার গ্রাম আমার শহর’ কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে শহর ও গ্রামের ব্যবধান আর নেই। অবকাঠামো উন্নয়ন এবং সেবার পরিধি বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ জনপদে এখন অর্থনৈতিক কর্মকান্ডে গতি সঞ্চার হয়েছে। সর্বোপরি সেবা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর সাথে জনগনের মেলবন্ধন সুদৃঢ় হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *