আল আমিন স্বাধীন,মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর মান্দায় সাজা ও পরোয়ানাভূক্ত ১১ মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম তোতা মিয়া (৪০)।
তিনি উপজেলার ভালাইন ইউনিয়নের গাংতা গ্রামের মজিবর রহমানের ছেলে।
মান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, গ্রেপ্তার তোতা মিয়া চেকডিজঅনার ও অর্থ প্রতারনায় ১১ মামলার আসামি।

এর মধ্যে চারটি মামলায় আদালত তাকে সাজা প্রদান করে। অন্য মামলাগুলোতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করে আদালত।
ওসি মোজাম্মেল কাজী আরও বলেন, আসামি তোতা মিয়া গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদে মান্দা থানার উপপরিদর্শক সামছুর রহমান ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাকে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।#