বাগমারা প্রতিনিধি:
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, দেশের স্বাধীনতা বিরোধী চক্র। জাতির জনকের ইতিহাস দুনিয়া থেকে শেষ করতেই এক সাথে তার পরিবারের ১৮ জন সদস্যকে নির্মম ভাবে হত্যা করে।
ঘাতকের গুলির নির্মম আঘাতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল মৃত্যুবরন করে। বাঙ্গালী জাতি সে দিনের সেই নির্মাম হত্যাকান্ডের ঘটনা আজও ভুলেনি। যে বয়সে দুনিয়া সম্পর্কে কোন জ্ঞান নেই শেখ রাসেলের সে বয়সে তাঁকেও জীবন দিতে হয়েছে। বঙ্গবন্ধু সহ পরিবারের সদস্যদের হত্যা করলেও লাখো বঙ্গবন্ধুকে হত্যা করতে পারেনি।
সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না থাকায় বেঁচে যান তিনি। বঙ্গবন্ধু কন্যা তাঁর পিতার আদর্শে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের স্বাধীনতা বিরোধী একটি পক্ষ নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে।
দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলার জনগণ আবারও নৌকা প্রতিকে ভোট দিয়ে বিপুল ভোটে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবে। বুধবার রাতে ভবানীগঞ্জ পৌরসভার শিশু শিল্পকলা একাডেমিতে ওয়ার্ড যুবলীগের আয়োজনে ভোট কেন্দ্র কমিটির উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারায় উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলামের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারায় উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, উপজেলা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহুরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুতউর রহমান টুকু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের সদস্য বকুল আলী খরাদী, হাচেন আলী, আমজাদ হোসেন মৃধা, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী,
দ্বীপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।