দুর্গাপূজায় হামলার আশঙ্কা নেই :র‌্যাব-৫ অধিনায়ক 

রাজশাহী

লিয়াকত হোসেন রাজশাহী: 

শারদীয় দুর্গাপূজায় হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার।

শনিবার সকাল সাড়ে ১০ টায় মহানগরীর রানীবাজার টাইগার সংঘ পূজা মন্ডপে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, রাজশাহী মহানগরীসহ র‌্যাব ৫ এর আওতাধীন সকল এলাকাকে নিরাপত্তার চাদরে বিস্তৃত করা হয়েছে। পূজা মন্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানে বোম ডিসপোজাল টিম তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

যাতে যে কোন সময় আমরা উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করতে পারি। র‌্যাব ৫ এর সকল কোম্পানী কমান্ডারগণ সকল জেলায় পূজা কমিটির সাথে নিয়মিত যোগাযোগ রাখছে।

নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও ভার্চুয়াল জগতে প্রপাগন্ডা চালানো প্রতিরোধে কাজ করছে।

সাদা পোষাকে র‌্যাব সদস্যরা তৎপর রয়েছে। এই পূজাকে কেন্দ্র করে কেউ নাশকতা তৈরী চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করার কথা জানান র‌্যাব-৫ এর অধিনায়ক।

এরপর তিনি মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *