লিয়াকত হোসেন রাজশাহী:
রাজশাহীতে অপহরণের এক ঘণ্টা পর এক গ্রাম্য ডাক্তারের মরদেহ উদ্ধার করা হয়। রোববার নগরীর সিটহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে নগরীর কিস্টোগঞ্জ বাইপাস মোড় থেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় তাকে।
নিহতের নাম এরশাদ আলী দুলাল (৪৫)। তিনি নগরীর চন্দ্রীমা থানার পাইকপাড়া এলাকার সুমির উদ্দীন হাজির ছেলে।
গত ২৯ শে অক্টোবর রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পবা উপজেলার কৃষ্ঠগঞ্জ বাইপাস মোড় এলাকার নিজ ফার্মেসি থেকে তুলে নিয়ে সিটি হাট এলাকায় নিয়ে জবাই ও পায়ের রগ কেটে হত্যার পর লেকের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাহমখদুম থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শী ও তার ছোট ভাই রুহুল আমিন বলেন, হরতালের কারণে মোড়ে লোকজন কম ছিল কোন কিছু বোঝার ওঠার আগে একটি হাইস গাড়ি থামিয়ে ফার্মেসিতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে গাড়িতে করে তুলে নিয়ে যায়।
কিছুক্ষণ পর শুনতে পাই সিটি হাট এলাকার পূর্ব দক্ষিণ পাশের লেকে পাশে জবাই করে তাকে ফেলে রেখে গেছে। কারো সাথে কোন বিরোধ ছিল কিনা এ বিষয়ে তারা কোন সদ উত্তর দিতে পারিনি।
রাজশাহী শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, রোববার সন্ধ্যা ৬টার দিকে সাদা মাইক্রোবাসে করে রাজশাহী নগরীর কিস্টোগঞ্জ বাইপাস মোড় আসে মুখে কালো কাপড় বাঁধা কয়েকজন ব্যক্তি।
তারা প্রথমে ফাঁকা গুলি ছুড়ে জনমনে আতঙ্ক তৈরি করে। পরে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যান দুলালকে। রাত ৮টার দিকে একটি মরদেহ উদ্ধার হলে সেটি ব্যবসায়ী দুলালের বলে শনাক্ত করে পুলিশ।
ওসি আরও বলেন, দীর্ঘ ২৫ বছর এলাকার মোড়ে ওষুধের দোকান পরিচালনা করে আসছিলেন দুলাল। হঠাৎ তাকে অপহরণ করে এভাবে হত্যা করা হয়। আমার ধারণা করছি পূর্ব শত্রুতার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মামলা না হলেও তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।