নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর দুর্গাপুরে রাতে নিখোঁজের পর সকালে পুকুরে ভেসে উঠেছে রাজুবালা (৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ। রাজুবালা উপজেলার বেলঘরিয়া গ্রামের মৃত ভাদু প্রামানিকের স্ত্রী।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে বাড়ির পাশে পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে গ্রামবাসী। পরে পুলিশে খবর দেয়া হয়।
রাজুবালার ভাই সুনীল কুমার বলেন, আমার বোন রাজুবালার স্বামী অনেক আগেই মারা গেছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার মধ্যরাতে বোন রাজুবালাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে বাড়ির আশেপাশে অনেক খোঁজাখুজি করা হয়।
শুক্রবার সকালে প্রতিবেশীরা রাজুবালাকে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে মরদেহ উদ্ধার করে। এসময় স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় থানা পুলিশকে খবর দেয়া হয়।
সুনীল আরও বলেন, আমাদের ধারণা রাজুবালা রাতে পুকুর ঘাটে এসে পানিতে পড়ে ডুবে যান। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং নিঃসন্তান ছিলেন।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের স্বজনরা জানিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।