স্টাফ রিপোর্টারঃ
নাটোর শহরের কানাইখালী এলাকার একটি কুরিয়ার সার্ভিস থেকে ডেলিভারী নেওয়ার সময় পাঁচ কেজি গাঁজাসহ সুমন প্রামাণিক (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) বেলা ৩টার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় শাখার একটি দল তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সুমন পাবনা সদরের দোগাছি ইউনিয়নের দিয়াররাজাপু গ্রামের আব্দুল্লাহ প্রামাণিকের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিচালক জিললুর রহমান জানান, তারা গোপন সূত্রে জানতে পারেন কুড়িগ্রাম থেকে জননী কুরিয়ারে পাঁচ কেজি গাঁজা পাঠানো হয়েছে যা নাটোর শাখা থেকে নেওয়া হবে।
পরে গোয়েন্দা শাখার একটি দল সকাল থেকে নাটোর শহরের কানাইখালী জননী কুরিয়ার সার্ভিসের পাশে অবস্থান নেয়। এক পর্যায়ে বেলা ৩টার দিকে গাঁজার প্যাকেটটি ডেলিভারি নেওয়ার সময় হাতে নাতে সুমনকে গ্রেফতার করা হয়।
তবে সুমন গণমাধ্যমকে জানান, তাকে বলা হয়েছিল তোমার নামে নাটোর জননী কুরিয়ারে একটি প্যাকেট আসবে। প্যাকেটটি তুমি ডেলিভারি নিবে, এজন্য তোমাকে দুই হাজার টাকা দেওয়া হবে। তবে কে তাকে প্যাকেটটি পাঠিয়েছে তা জানাতে পারেননি তিনি।
উপ-পরিচালক জিললুর রহমান জাগো নিউজকে বলেন, এ ঘটনায় নাটোর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।