মোঃ ইসরাফিল হোসেনঃ
র্যাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে ২৪ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ ১৯০০ ঘটিকায় নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন হরতকিডাঙ্গা এলাকা হতে ক।
ট্যাপান্টাডল ট্যাবলেট-২৭৫ পিস, খ। গাঁজা-০৭ পুড়িয়া, গ। মোবাইল-০১ টি, ঘ। সীমকার্ড-০২টি, ঙ। নগদ অর্থ-৪৭৫ টাকাসহ মাদক ব্যবসায়ী মোঃ নবীরুল ইসলাম (৪০), পিতা-মোঃ আবুল হোসেন, সাং-শৈল্পী বাজার, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী নবিরুল এলাকার চিহ্নিত মাদক কারবারী। মাদক কারবারী নবিরুল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল নবিরুল এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
অদ্য ২৪-১২-২০২৩ ইং তারিখে ১৯০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীকে নেশা জাতীয় ট্যাপান্টাডল ট্যাবলেট ও গাঁজার পুড়িয়া ক্রয়-বিক্রয়ের সময় নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন হড়িতকিডাঙ্গা এলাকা থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল নবিরুল কে আটক করে।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।