স্টাফ রিপোর্টারঃ
মৃত্যুপুরী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-কানসাট সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় ৭ বছরের শিশু নিহতের ঘটনায় ঘাতক চালক র্যাবের অভিযানে গ্রেফতার।
২৫ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ ১৯:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার হাজার বিঘী এলাকায় শিবগঞ্জ-কানসাট সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় ০৭ বছরের শিশু নিহতের ঘটনায় ঘাটক চালক ১। মোঃ সুজন মিয়া (৩৪), পিতা-মোঃ সফিজার রহমান, সাং-জামদানি, থানা-পীরগঞ্জ,জেলা-রংপুরকে গ্রেফতার।
চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জ একটি অতি ব্যস্তময় সড়ক। এ ব্যস্তময় সড়কে প্রতিনিয়ত দূর্ঘটনায় তাজা প্রান মৃতুপুরীতে পরিণত হচ্ছে। ফিটনেসবিহীন গাড়ী, অদক্ষ চালক এবং লাগামহীন গাড়ির গতির কারণে এ দূর্ঘটনা ঘটেই চলছে। মাত্র কয়েক মাসে বেশ কয়েকটি এ ধরনের অনাকাঙ্খিত ঘটনার পুরাবৃত্তি ঘটেছে।
২৫ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ ১৭:০০ ঘটিকায় চাঁপাইনাবগঞ্জ জেলার কানসাট থেকে শিবগঞ্জগামী একটি পিকআপ ভ্যান পিছন দিক থেকে নৃশংসভাবে ধাক্কা দিলে মোছাঃ আফরোজা আক্তার পাখি (০৭), পিতা-জাহাঙ্গীর আলী, সাং-হাজার বিঘী, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ ঘটনাস্থলে নিহত হন।
উক্ত ঘটনার পর ঘাতক চালক দ্রুতই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উপরোক্ত ঘটনায় পলাতক ঘাতক চালকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে র্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। র্যাবের চৌকশ গোয়েন্দা দল উক্ত ঘাতক চালকের অবস্থান নিশ্চিত করলে দ্রুতই আভিযানিক দল সেখানে পৌছে পিকআপ সহ পলাতক ঘাতক চালককে গ্রেফতার করে।
র্যাব দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা, মাদক বিরোধী অভিযানের পাশাপাশি এ ধরনের নির্মম ঘাতক চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ বছরে অদ্যবধি এ ধরনের ০৬ জন নির্মম ঘাতক চালকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ সমর্থ হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্খিত মৃত্যু যেন না ঘটে সে ব্যাপারে র্যাব সতর্ক অবস্থানে রয়েছে।