সংগঠনকে সামনে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা ও সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা স্মারক পেলেন ইসরাফিল হোসেন

সংগঠনকে সামনে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা ও সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা স্মারক পেলেন ইসরাফিল হোসেন

রাজশাহী স্পটলাইট

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বি এম এস এস) সংগঠনকে শক্তিশালী করতে ও সামনে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা এবং সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পুরস্কারে ভূষিত হলেন রাজশাহীর তরুণ সাংবাদিক ও ( রাজশাহী টাইমস) অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক, মোঃ ইসরাফিল হোসেন।

গত ২০ মার্চ (সোমবার) যশোরের নওয়াপাড়ার বিখ্যাত আকিজ সিটি দরবার হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতা ও সংগঠনের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মাননায় ভূষিত হন।

তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রখ্যাত সাংবাদিক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব মোঃ সুমন সরদার, ভাইস চেয়ারম্যান আনিসুর রহমানসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দরা।

দীর্ঘ ৫ বছর ধরে ইসরাফিল হোসেন রাজশাহীতে সাংবাদিকতার সাথে সম্পৃক্ত। তিনি সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত এবং সাহসী সাংবাদিক ও স্পষ্টভাষী সাংবাদিক হিসেবেও বেশ আলোচনায় রয়েছে।

তিনি বলেন ,সাংবাদিক ও সংগঠক হিসেবে এই সম্মাননা তাকে আগামী দিনে আরো নির্ভীকভাবে সাংবাদিকতা ও সংগঠনের নেতৃত্ব চালিয়ে যাবার প্রেরণা দেবে।

এই প্রাপ্তি প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘ভাল কাজ ও সাফল্যের যে কোনো প্রাপ্তিই আনন্দের’। সম্মাননা পুরস্কার পেয়ে বেশ ভালো লাগছে। আমি সাংবাদিকতা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পরিবেশের উন্নয়নে কাজ করি, কোনো কিছু পাওয়ার আশা থেকে নয় মানুষের কল্যাণের জন্য, পাঠকের জন্য ও সমাজের অবহেলিত সাধারণ মানুষের জন্য।

তিনি আরো বলেন, স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে। সেটা আমার ক্ষেত্রেও ভিন্ন নয় । এ জন্য আমি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতি কৃতজ্ঞ। আগামীতে সংগঠনের জন্য যেন আরও ভালো কিছু করতে পারি এটাই আমার প্রত্যাশা। এজন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *