মোঃ ইসরাফিল হোসেনঃ
রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান সোহানের মদ সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ওই ছাত্রলীগ নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল হলে এলাকায় বেশ সমালোচনার সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া এক মিনিট ৩০ সেকেন্ডের ওই ভিডিওর শুরুতেই ছাত্রলীগ নেতা হাসানুর রহমান সোহানকে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে গান গাইতে দেখা যায়। এক মিনিট পরে সামনে মদ সদৃশ বোতল দেখিয়ে একজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় গানের সঙ্গে মাথা নাড়াতে থাকেন সোহান।.
তবে মাদক সেবনের বিষয়টি অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতা হাসানুর রহমান সোহান। তিনি বলেন, ‘আমি যাস্ট বন্ধুর সঙ্গে ভিডিওকলে কথা বলছিলাম আর ধূমপান করছিলাম। ওখানকার পরের অংশটুকু এডিট করে লাগানো হয়েছে।’
ভিডিওতে থাকা মদের বোতল যুক্ত করা কি না প্রসঙ্গে তিনি বলেন, ‘ওটা সঠিক কি না জানি না। তবে ভিডিও এডিট করা। আমার ওই বন্ধুর সঙ্গে একটা বিষয় নিয়ে ঝামেলা হয়। পরে প্রতিহিংসা করে ষড়যন্ত্রমূলক একটা ভিডিও ছড়িয়েছে। জেলা ছাত্রলীগের অনেকগুলো প্রার্থী হয়েছে। সেজন্য আমার প্রতিপক্ষ যড়যন্ত্রমূলকভাবে কাজটা করেছে। এটার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত না। আমি ঢাকায় আছি। রাজশাহী গিয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেবো, কারণ আমার মানহানি করা হয়েছে।’
চারঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই। আপনার কাছেই প্রথম শুনলাম। বিষয়টি সত্য হলে পরবর্তীতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী জেলার দায়িত্বপ্রাপ্ত সানোয়ার পারভেজ পুলক বলেন, ‘আমার জানা নেই। ভিডিও, নাম-পদবিসহ বিস্তারিত আমাকে পাঠিয়ে দেন। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমরা সবকিছু যাচাই-বাছাই করে দেখবো। বিতর্কিত কেউ পদে আসতে পারবে না। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে যারা সাংগঠনিক তাদেরকেই নেতৃত্বে আনা হবে।’