মোঃ ইসরাফিল হোসেনঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী,ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল কর্তৃক ২৭ ফেব্রুয়ারী ২০.০৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন দাশপুকুর গ্রামস্থ জনৈক ডাঃ আব্দুল আজিজ এর বাসার পূর্বদিকে জনৈক ইঞ্জিনিয়ার মোঃ মিঠু এর জমির পূর্বদিকে দাশপুকুর গ্রামের পাঁকা গলি রাস্তার উপর অপারেশন পরিচালনা করে আসামী
১। মোঃ আল আমিন অপু (২৮), পিতা- মোঃ মিলন ভগা মিলন, সাং- কসবা (পুরাতন কসবা), থানা- দামকুড়া, রাজশাহী মহানগর এবং আসামী ২। মোঃ নাইম আলী (২৭), পিতা- মোঃ আব্দুর রাজ্জাক, সাং- মুরারীপুর, থানা- দামকুড়া, রাজশাহী মহানগরীদ্বয়কে জব্দকৃত আলামত গাঁজা-২.৫ কেজি, মোটরসাইকেল-০১টি, মোবাইল-০৩টি, সীর্ম কার্ড-০৫ টি, নগদ টাকা-১৫০০/-সহ গ্রেফতার করে।উক্ত সময় ধৃত আসামীদ্বয়কে জব্দকৃত গাঁজা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে বিক্রয়ের উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান করে মর্মে স্বীকার করে। উল্লেখ্য যে, আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী।
১নং আসামী মোঃ আল আমিন অপু (২৮) এর বিরুদ্ধে (১) আরএমপি এর দামকুড়া থানার এফআইআর নং-০৯, তারিখ- ১৭ নভেম্বর , ২০২৩; জি আর নং-১২৫। ধারা- ৩৬(১) সারণির ১৪(ক)/২৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; (২) চাঁপাইনবাবগঞ্জ এর শিবগঞ্জ থানার এফআইআর নং-১৯/১১৭, তারিখ- ০৯ মার্চ, ২০২৩; জি আর নং-১১৭/২০২৩।
ধারা- ২৫ই(২)/২৫উ ঞযব ঝঢ়বপরধষ চড়বিং অপঃ,১৯৭৪; (৩) আরএমপি এর দামকুড়া থানার এফআইআর নং-০৩, তারিখ- ০৬ আগষ্ট ২০২৩। ধারা- ৩৬(১) সারণির ৮(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। ২নং আসামী মোঃ নাইম আলী (২৭) এর বিরুদ্ধে (১) আরএমপি এর মতিহার থানার এফআইআর নং-০১, তারিখ- ০৩ জুলাই, ২০২৩; জি আর নং-১২৯।
ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;(২) রাজশাহী এর গোদাগাড়ী থানার এফআইআর নং-১২/১২, তারিখ- ১০ জানুয়ারি, ২০২২; জি আর নং-১২/২০২২। ধারা- ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদেধৃত আসামীদ্বয়কে জব্দকৃত গাঁজা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে বিক্রয়ের উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান করে মর্মে স্বীকার করে।
৩। উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয়কে এজাহার মূলে আরএমপি রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।