আল-আমিন ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শাড়ি কালি নগর থেকে বন্ধ ভাটপাড়া যাওয়ার পথে রাস্তাটিতে প্রায় ২০ থেকে ২৫ বছর পর্যন্ত নেই কোন সংস্থার. এই রাস্তা সংস্কার না হওয়া এই এলাকাবাসীদের চলাফেরা করতে এবং অসুস্থ রোগীদের হাসপাতালে আনা নেওয়া সহ ছাত্রছাত্রীদের স্কুল কলেজে যাওয়ার ভীষণ সমস্যা দেখা দিয়েছিল.
কত চেয়ারম্যান মেম্বার এলো গেল কিন্তু কারো নজর পরলো না এই রাস্তাটির উপরে এলাকাবাসী বলেন আমরা এই রাস্তায় চলাফেরা করতে পারতেছিলাম না প্রায় ২০ থেকে ২৫ বছর হলেও কারো নজর পড়েনি এই রাস্তাটিতে কিন্তু আমাদের বর্তমান চেয়ারম্যান শাহাদাত হোসেন এবং ৬ নং ওয়ার্ডের মেম্বার তাদের নিজঅর্থ আনে আমাদের এই রাস্তায় মাটি ফেলিয়ে চলাচলের উপযোগী করে দিচ্ছেন এবং তারা নির্বাচন করার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন.

আমাদের এই রাস্তাটিতে মাটি দিয়ে চলাচলের উপযোগী করে দেওয়াই আমাদের এলাকাবাসীর সকলের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন ও ৬ নং ওয়ার্ডের মেম্বার বলেন আমরা দীর্ঘদিন থেকে দেখতেছি এই রাস্তাটির বেহাল দশা কিন্তু দেখার কেউ নেই,
এই রাস্তাটিতে আমাদের নিয়ে যে অর্থ নিয়ে আমরা রাস্তা চারপাশের মাটি ফেলিয়ে মাটি ফেলিয়ে চলাচলের উপযোগী করে দিচ্ছি যাতে এলাকাবাসীর সহ ছাত্রছাত্রী ও রূগান্ত মানুষগুলো হাসপাতালে যাতায়াত করতে পারে, আমরা নির্বাচনে করার আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা সবসময় জনগণের পাশে থাকব এবং সেই প্রতিশ্রুতির লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ বাকি জীবনও কাজ করে যাব .