চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ মদ এবং মদ প্রস্তুতের বিভিন্ন উপকরণসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী

মোঃ ইসরাফিল হোসেন রাজশাহী:

গ্রেফতারকৃত আসামীদ্বয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং এলাকার যুবকদের মাঝে খুচরা এবং পাইকারী দরে বিক্রি করত।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে বিপুল পরিমাণ মদ এবং মদ প্রস্তুতের বিভিন্ন উপকরণসহ হাতেনাতে গ্রেফতার করে।

১০ মার্চ ২০২৩ ইং তারিখ রাত ১১:৫০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ঝিলিম ইউনিয়নের আজিরা বৌঠাল গ্রামস্থ এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে

১। মোঃ লিয়াকত আলী (৫৬), পিতা-মৃত আনোয়ার হোসেন কালু খাঁ, মাতা-মৃত সোহাগী, রাজরামপুর মাস্টার পাড়া, ২। মোঃ শাহীন (২৪), পিতা-মোঃ ফারুক, মাতা-মোছাঃ শিউলী বেগম, সাং-চৈকাপাড়া, উভয় থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’দ্বয়কে ১০৩০ লিটার চোলাই মদ এবং চোলাই মদ প্রস্তুত করণের বিভিন্ন উপকরণ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *